মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে বাংলাদেশে আশ্রয় নেয়া সীমান্তরক্ষী বাহিনীর সদস্যসহ (বিজিপি) ৩৩০ জন নাগরিককে ফেরত নিচ্ছে মিয়ানমার কর্তৃপক্ষ। কক্সবাজারের ইনানী জেটিঘাটে চলছে এ হস্তান্তর প্রক্রিয়া।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০মিনিটের কিছুক্ষণ আগ থেকেই কক্সবাজারের ইনানী নৌবাহিনী জেটিঘাটে এ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়।
এদিকে ভোর সাড়ে ৫টার দিকে ৬টি বাসে করে বিজিবি ও পুলিশের কড়া পাহারায় ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে রাখা ১৫৭ জনকে কক্সবাজারের ইনানী জেটিঘাটের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
সম্প্রতি মিয়ানমারের রাখাইনে জান্তা বাহিনীর ওপর তীব্র হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। দখল করে নেয় বেশকিছু এলাকা ও চেকপোস্ট। এতে বাংলাদেশে আশ্রয় নেয় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপিসহ দেশটির ৩৩০ নাগরিক।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :