রাজধানীর হাতিরঝিলে মগবাজার রেলগেটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (৪০) বয়সী এক নারী মারা গেছেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পড়ে পথচারীরা তাকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল জরির বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সারে ১১টার দিকে তিনি মারা যান।
ওই নারীকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ হাসান জানান, সকালে অজ্ঞাতনামা ওই নারী মগবাজার রেলগেটের সামনে দিয়ে পায়ে হেঁটে রেললাইন পারা পারের সময় একটি ট্রেন তাকে ধাক্কা দেয়।
তখন তারা গুরুতর আহত অবস্থায় ওই নারীকে মগবাজার আল বারাকা হাসপাতলে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইপচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, মগবাজার রেলগেটের সামনে ট্রেনের ধাক্কায় আহত এক নারীর ঢামেকে মৃত্যু হয়। ওই নারীর পরিচয় এখনো জানা যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল জরুরি বিভাগের রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে জানানো হয়েছে।
একুশে সংবাদ/আ/মা/সা.আ
আপনার মতামত লিখুন :