রাজধানীর মোহাম্মদপুরে কিশোরী গৃহকর্মী প্রীতি ওরাংয়ের মৃত্যুর ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুন অর রশিদ।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ডিবি প্রধান বলেন, ঘটনাটি ডিবিতে তদন্তাধীন রয়েছে। মৃত্যুর ঘটনায় যেই জড়িত থাকুক না কেন, আইনের আওতায় নেওয়া হবে।
মোহাম্মদপুরের শাহজাহান রোডের ডেইলি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আশরাফুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বাড়িতে কাজে আসে প্রীতি। গত ৬ ফেব্রুয়ারি ২০২৪ আনুমানিক সকাল ৮টার দিকে ওই ভবনের ৯ তলা থেকে কিশোরী গৃহকর্মী পাশের দোতলা টিনশেডের ওপর পড়ে। তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক কিশোরীকে মৃত ঘোষণা করেন।
একুশে সংবাদ/ন.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :