AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: শ্রদ্ধা নিবেদনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রস্তুত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৪১ এএম, ২০ ফেব্রুয়ারি, ২০২৪
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: শ্রদ্ধা নিবেদনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রস্তুত

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজনে কোনো ধরনের ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির কমিশনার হাবিবুর রহমান। তিন বলেন, এই দিরস উপলক্ষে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সবাইকে সুশৃঙ্খলভাবে শহীদ মিনারে আসার আহবান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম মাকসুদ কামাল।

অমর একুশে ফেব্রুয়ারিতে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। শহীদ মিনার ও আশেপাশের এলাকায় চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ডিএমপি কমিশনার জানান, অমর একুশে পালন নির্বিঘ্ন করতে সিসি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা তল্লাশি ছাড়াও কাজ করবে ডগস্কোয়ার্ড ও বোমা নিস্ক্রিয়করণ ইউনিট।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, এ পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই, জঙ্গিদের কোনো ধরনের হুমকির কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তারপরও পুলিশ সব ধরনের হুমকি বিশ্লেষণ করে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম মাকসুদ কামাল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এই রাষ্ট্রীয় কার্য সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাত ১২টা ৩০ মিনিট পর্যন্ত ধৈর্য ধারণ করে সুশৃঙ্খলভাবে অবস্থান করতে সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানান।

একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ ভিআইপিদের শ্রদ্ধা নিবেদন শেষে রাত সাড়ে বারোটা থেকেই সবার জন্য উন্মুক্ত থাকবে শহীদ মিনার।

 

একুশে সংবাদ/সা.আ

 

Link copied!