বাংলাদেশের সঙ্গে এতদিন এয়ার সার্ভিস চুক্তি ছিল মাত্র ৫৪টি দেশের। তবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হওয়ার আগেই আকাশপথে চলাচল বাড়াতে আগ্রহ দেখাচ্ছে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ। বিমান সংস্থাগুলো এয়ার সার্ভিস চুক্তিও করছে।
আগামী অক্টোবরে তৃতীয় টার্মিনাল চালু হলেই ফ্লাইট চালাতে প্রস্তুত ইথিওপিয়ান, ইরান এয়ারসহ অন্তত ১০টি বিদেশি বিমান সংস্থা। এ ছাড়া অস্ট্রেলিয়া, ফ্রান্স, সুইস এয়ারও ফ্লাইট চালাতে আগ্রহী বলে জানিয়েছেন সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান। ফ্লাইট চালু হলে আকাশপথে সরাসরি যাওয়া যাবে আফ্রিকায়। ইউরোপে যাওয়ার দীর্ঘ যাত্রাও কমে আসবে।
তৃতীয় টার্মিনাল চালুর আগেই ফ্লাইট চালু করেছে ইজিপ্ট এয়ার ও কোরিয়ার এয়ার প্রিমিয়া। আগামী মে থেকে ফ্লাইট চালাবে ইথিওপিয়ান এয়ারলাইনসও। অপেক্ষায় আছে রিয়াদ, উইজ এয়ার, জর্ডান, আফ্রিকান এয়ারলাইনসসহ অন্তত ১০টি বিমান সংস্থা। ফ্লাইট বাড়ানোর চেষ্টা করছে ভিসতারা, গালফ এয়ারসহ অন্যান্য বিমান সংস্থাও।
ইথিওপিয়ান এয়ারলাইনসের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) সোহাগ হোসেন বলেন, ‘অনেক আগে থেকেই আমরা চেষ্টা করছিলাম যে এখানে আসব। মে থেকে আমরা ফ্লাইট চালু করব। আর যেহেতু তৃতীয় টার্মিনাল চালু হয়ে যাচ্ছে, এটা আমাদের জন্য আরও ভালো সাপোর্ট হবে।’
ভিসতারা এয়ারলাইনসের সিনিয়র ম্যানেজার মর্গান মিল্টন ডিসোজা বলেন, ‘তৃতীয় টার্মিনালে আন্তর্জাতিক মানের সব সুবিধাই রাখা হয়েছে। তাই যাত্রীদের সব ধরনের সেবা দেওয়া যাবে। আমরাও এখন থেকে অতিরিক্ত ফ্লাইট চালাতে চাই।’
সিভিল অ্যাভিয়েশন বলছে, তৃতীয় টার্মিনালের সুবিধা বিবেচনা করে অনেক বড় বড় বিমান সংস্থা বাংলাদেশ থেকে ফ্লাইট চালাতে আগ্রহী। তবে বিদেশি বিমান সংস্থাগুলোর পাশাপাশি দেশীয় বিমান সংস্থার সক্ষমতা বাড়ানো জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
অ্যাভিয়েশন বিশেষজ্ঞ এটিএম নজরুল ইসলাম বলেন, ‘দেশি বিমান সংস্থাগুলো ফ্লাইট বাড়াচ্ছে, এটা ভালো লক্ষণ। আমি মনে করি, দেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট আরও বাড়ানো উচিত।’
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এম মফিদুর রহমান বলেন, ‘বিশ্বের অনেক দেশ বাংলাদেশের সঙ্গে নতুন করে রুট স্থাপন, আকাশপথে চলাচল স্থাপনের আগ্রহ প্রকাশ করছে।’
বর্তমানে শাহজালাল বিমানবন্দর দিয়ে বছরে ১ কোটি ২০ লাখ মানুষ যাতায়াত করলেও তৃতীয় টার্মিনালে এ সংখ্যা বেড়ে দ্বিগুণ হবে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :