ময়মনসিংহের গফরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে পায়েস রান্না করার সময় চিনির পরিবর্তে ভুল করে কীটনাশক মেশান বাবুর্চি। এতে খাবার খেয়ে বিষক্রিয়ায় শিশু, নববধূসহ ৪২ জন অসুস্থ হয়েছেন।
শুক্রবার দক্ষিণ ভরভরা গ্রামে এ ঘটনা ঘটে। তাদের মধ্যে গুরুতর অসুস্থ পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর অসুস্থরা হলেন নববধূ উপজেলার যশোরা গ্রামের পলি আক্তার (১৮), লামিয়া (৯), নুসরাত (৩), দক্ষিণ ভরভরা গ্রামের জান্নাতুল ফারিয়া (১০) ও বাবুর্চি পারুল মিয়া (৩০)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাকিবুল ইসলাম।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈন সরকার জানান, দক্ষিণ ভরাভরা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে রাসেল মিয়ার বিয়ের অনুষ্ঠানে পায়েস রান্না করা হয়। এ সময় বাবুর্চি ভুলে চিনি ভেবে পায়েসে পাশে থাকা থিওবিট মেশান। দুপুরে অতিথিরা এলে খাবার পরিবেশন করা হয়। এতে থিওবিট মিশ্রিত পায়েস খেয়ে ৪২ জন অসুস্থ হন। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুজ্জামান জানান, ঘটনাটির সুষ্ঠু তদন্ত করা হচ্ছে।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :