আগামী এক থেকে দেড় মাস ভারত থেকে পেঁয়াজ না আনার আহ্বান জানিয়েছেন দেশি পেঁয়াজ ব্যবসায়ীরা।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সঙ্গে এক মতবিনিময় সভায় তারা এই অনুরোধ জানান।
সভায় দেশে পর্যাপ্ত পেঁয়াজ আছে জানিয়ে রোজার আগেই পেঁয়াজের দাম কমে আসবে বলে আশা প্রকাশ করেন পেঁয়াজ ব্যবসায়ীরা।
এদিকে, এফবিসিসিআইয়ের সঙ্গে মতবিনিময় সভায় ব্রয়লার মুরগী নিয়েও আশংকা প্রকাশ করেছে রেস্তোরা মালিক সমিতি।
এ সময় মসলার বাজার নিয়ে কোনো কারসজি না করার আহ্বান জানান তারা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দাম বেঁধে দেওয়ার পরেও গরুর মাংস সে দামে বিক্রি হচ্ছে না অভিযোগ করে মাংস আমদানির পথ একটি দুষ্টচক্র বন্ধ করে রেখেছে বলে সভায় জানান রেস্তোরা মালিকরা।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :