AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০১:৩৬ পিএম, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

মার্চে ওআইসি সম্মেলনে অংশ নিয়ে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান তুলে ধরার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের বিরুদ্ধে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে বিএনপি-জামায়াত কোনো শব্দ এখনো উচ্চারণ করেনি। ইসরায়েলের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করেনি। বরং তারা ফিলিস্তিনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

জামায়াতকে উদ্দেশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের কথা বলে অথচ তারা ইহুদিদের সঙ্গে হাত মিলিয়েছে।

এদের বিরুদ্ধে অন্য ইসলামী দলগুলোকে কঠোর অবস্থানের আহ্বান জানান মন্ত্রী।

বিএনপির নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে মন্তব্য করে হাসান মাহমুদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও চ্যালেঞ্জের মুখে। কারণ তার চাপিয়ে দেয়া সিদ্ধান্তের জন্যই দলটি নির্বাচন বর্জন করেছিল। নির্বাচন বানচালের চেষ্টা করেছিল।

তিনি বলেন, ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে তাদের দৃঢ় অবস্থান তুলে ধরবে।


একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

 

Link copied!