রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ৪৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২ জন সাংবাদিক রয়েছেন। নিহতরা হলেন অভিশ্রুতি শাস্ত্রী (২৫) ও তুষার হালদার।
অভিশ্রুতি শাস্ত্রী ‘দ্য রিপোর্ট’ এ কর্মরত ছিলেন। জানা যায়, অভিশ্রুতি শাস্ত্রী দীর্ঘদিন ‘দ্য রিপোর্ট’ এ কর্মরত ছিলেন। আজ শুক্রবার (১ মার্চ) থেকে তার ‘বার্তা ২৪’ এ যোগদান করার কথা ছিল। সাংবাদিক অভিশ্রুতি নির্বাচন বিটের প্রতিবদেক হিসেবে কর্মরত ছিলেন।
আর তুষার হালদার দ্য রিপোর্টের সাবেক সংবাদকর্মী ছিলেন। সর্বশেষ স্টার টেক নামে একটি আইটি কোম্পানিতে ভিডিও জার্নালিস্ট হিসেবে কর্মরত ছিলেন তিনি।
অভিশ্রুতি ইডেন মহিলা কলেজের ফিলোসোফি বিভাগে অধ্যয়নরত ছিলেন। তিনি ২০১৫ সালে এসএসসি ও ২০১৭ সালে এইচএসসি পাশ করেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলায় এবং তুষার হালদার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সদ্য স্নাতক পাশ করেছেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে বেইলি রোডে গ্রিন কোজি কটেজে আগুন লাগে। সেখানে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে আর ৩৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :