যারা গুজব ছড়ায় তাদেরকে চিহ্নিত করে তালিকা তৈরি করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
মঙ্গলবার (৫ মার্চ) জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে ডিসিদের সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, গুজব নিয়ে চিন্তিত জেলা প্রশাসকরা। লাইসেন্স ছাড়া কিছু অনলাইন গণমাধ্যম আছে সেগুলো ব্যবহার করে যারা গুজব ছড়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে ডিসিদের। এরপর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে, যেকোনো অপতথ্য এবং ভুল তথ্যের প্রচার রোধে প্রযুক্তির ব্যবহার করতে ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
ডিসিদের সাথে বৈঠক শেষে পলক বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে গুজব ছড়ায়। এগুলো বন্ধে জেলা ও উপজেলা পর্যায়ে আইসিটি সেল গঠন করা হবে। এটি হবে গুজব প্রতিরোধ সেল।
একুশে সংবাদ/ন.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :