পাবনার ভাঙ্গুড়ায় ভরা মৌসুমেও বোরো ধানের চারা কেনাবেচা জমে উঠেনি। রোববার (১০ মার্চ) উপজেলার শরৎনগর বাজারের হাটে বিক্রেতাদের অলস সময় পার করতে দেখা যায়।
জানা যায়, ভাঙ্গুড়া উপজেলা ছাড়া আশপাশের উপজেলার কৃষকেরাও এখানে ধানের চারা কিনতে আসতেন। স্থানীয়ভাবে ধানের চারা হাট হিসেবে পরিচিতি উপজেলার শরৎনগর বাজারের এ হাট।
বোরো চারা ব্যবসায়ী জয়নাল, লুৎফর রহমান, ওমরসহ বেশ কয়েকজন জানান, প্রতি বছর বোরোর চারা কিনে আবার বিক্রি করেন অন্য কৃষকের কাছে। যেখানে প্রতিদিন চারা বেচাকেনা করে ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা আয় হতো। কিন্তু এবার চারার বেচাকেনা কম। শেষ সময়ে বেচাকেনা বাড়তে পারে বলে ধারণা করছেন তারা।
ভাঙ্গুড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন জাহান বলেন, প্রয়োজনীয় মুহূর্তে সহজেই কৃষকেরা উপজেলার শরৎনগর বাজার থেকে চারা কিনে জমিতে লাগাতে পারছেন। কেনাবেচাকারী উভয় কৃষক এতে উপকৃত হচ্ছেন।
একুশে সংবাদ/শ.সা.প্র/জাহা
আপনার মতামত লিখুন :