সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে তিনি বাংলাদেশ সফর করছেন। সকাল একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
এ সময় বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ সুইডেনের রাজকন্যাকে স্বাগত জানান।
সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সুইডেনের রাজকন্যা । আগামীকাল সুন্দরবন উপকূল পরিদর্শনে খুলনার কয়রা যাবেন ভিক্টোরিয়া। এছাড়া কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে সুইডেনের রাজকন্যার। তার এই সফরে গুরুত্ব পাবে রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের সহায়তার বিষয়টি। গত বছরের অক্টোবরে ইউএনডিপি শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগের পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক সফর।
রাজকন্যার সফরসঙ্গী হয়ে সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী ইয়োহান ফরশেলও বাংলাদেশে এসেছেন।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :