ভারত থেকে আসা ৫০ হাজার টন পেঁয়াজ ৩০-৩৫ টাকা কেজি দরে বিক্রি হবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।
সোমবার (২৫ মার্চ) রাজধানীর কারওয়ানবাজারে এসএমই ফোরামের উদ্যোগে নায্যমূল্যে তরমুজ বিক্রি উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ভারত থেকে আমদানি করা এসব পেঁয়াজ টিসিবির মাধ্যমে বিক্রি করবে বাণিজ্য মন্ত্রণালয়। এর আগে স্বল্প মূল্যে তরমুজ বিক্রি উদ্বোধন করেন ভোক্তার ডিজি।
তিনি আরও বলেন, অদৃশ্য সিন্ডিকেটের কারণে আম, তরমুজসহ বিভিন্ন ফলের মৌসুমে পরিবহন ভাড়া বেড়ে যায়।সভায় এসএমই ফোরামের সভাপতি চাষী মামুন জানান, কৃষকদের অনুরোধেই স্বল্পমূল্যে তরমুজ বিক্রি করছেন তারা।
সভায় এসএমই ফোরামের সভাপতি চাষী মামুন জানান, কৃষকদের অনুরোধেই স্বল্পমূল্যে তরমুজ বিক্রি করছেন তারা।
একুশে সংবাদ/ই.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :