AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারকে হত্যার হুমকি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৫৪ পিএম, ২৬ মার্চ, ২০২৪
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারকে হত্যার হুমকি

কাতার বিশ্বকাপে নিজেদের ইতিহাসে তৃতীয় শিরোপা উঁচিয়ে ধরেছে আর্জেন্টিনা। এই দলের অন্যতম সদস্য ছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। এবার তাকে নিজ জন্মস্থানেই হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

ক’দিন আগে ডি মারিয়া জানিয়েছিলেন, ‘শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে খেলেই ফুটবলকে বিদায় জানাতে চান তিনি।’ ঐ ঘোষণার পরেই হুমকি পেয়েছেন ডি মারিয়া।

রোজারিও শহরটির কুখ্যাতি আছে মাদক-সংক্রান্ত সহিংসতার জন্য। সেই শহরের একটি নিরাপত্তাবেষ্টিত আবাসিক এলাকায় বাড়ি ডি মারিয়ার। দেশে ফিরলে তিনি সেখানেই থাকেন। আর সেই এলাকাতেই সোমবার ভোরে হুমকি সংবলিত কাগজ ছুড়ে ফেলে যায় অচেনা কিছু মানুষ।

সেই কাগজে ডি মারিয়ার পরিবারের উদ্দেশে লেখা ছিল, ‘আর্জেন্টাইন তারকা যদি শহরে ফেরেন, তাহলে প্রাদেশিক গভর্নরও ডি মারিয়াদের নিরাপদে রাখার নিশ্চয়তা দিতে পারবেন না।’ 

ঠিক কি হুমকি দিয়েছে দুর্বৃত্তরা, সেই বার্তা পুলিশের বরাত দিয়ে আর্জেন্টিনার গণমাধ্যম লিখেছে, ‘তোমাদের ছেলে ডি মারিয়াকে বলে দিও রোজারিওতে না ফিরতে। সে যদি ফেরে, তোমাদের পরিবারের যেকোনো একজন সদস্যকে আমরা খুন করব। আমরা শুধু কাগুজে বার্তাই ফেলে যাই না, আমরা বুলেট আর লাশও ফেলে যাই।’

উল্লেখ্য, আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের হয়ে খেলতে যুক্তরাষ্ট্রে আছেন ডি মারিয়া। ব্যস্ততার কারণে হয়তো চিরকুটে হুমকির ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেননি বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
একুশে সংবাদ/এস কে

Link copied!