রেস্তোরাঁগুলোর ওপর চাপ কমাতে এখন থেকে সরকারি সংস্থাগুলো সম্মিলিতভাবে অভিযান চালাবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান।
রোববার (৩১ মার্চ) ভোক্তা অধিকারের প্রধান কার্যালয়ের সভাকক্ষে আবাসিক ভবনে রেস্তোরাঁ ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অভিযান প্রসঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন ভোক্তার ডিজি।
তিনি বলেন, এখন থেকে সম্মিলিতভাবে ঢাকার রেস্তোরাঁগুলোতে অভিযান হবে। ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য অধিদফতর, বিএসটিআই, সিটি করপোরেশন, জেলা প্রশাসন আলাদাভাবে অভিযান না চালিয়ে সম্মিলিতভাবে অভিযান চালাবে। এতে করে রেস্তোরাঁগুলোর ওপরে চাপ কমবে।
তিনি আরও বলেন, জোন ঠিক করে একসঙ্গে সমন্বিতভাবে এসব অভিযান পরিচালনা করা হবে।
এর আগে গত ২১ মার্চ রেস্তোরাঁখাতে শৃঙ্খলা ফেরাতে অনুমোদনহীন সব রেস্তোরাঁয় আইন অনুযায়ী অভিযান চালু রাখা নির্দেশ দেন হাইকোর্ট।
একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :