বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দেশ সঠিকভাবে পরিচালিত হলে ব্যাংক ডাকাতির মতো ঘটনা ঘটতো না। তিনি বলেন, ব্যাংক ডাকাতির ঘটনায় অবাক হওয়ার কিছু নেই। রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়েছে বলেই দেশে অস্থিরতা সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে কারারুদ্ধ বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলের বাসায় গিয়ে এ মন্তব্য করেন তিনি। এ সময় তার পরিবারের খোঁজখবর নেন ড. মঈন খান।
বিএনপির এ নেতা বলেন, সীমান্তে হত্যা সরকারের ব্যর্থতা। শুধু রাজনৈতিক স্থিতিবস্থা ও গণতন্ত্র ধ্বংস করেনি আওয়ামী লীগ, তারা দেশের অর্থনীতিও ধ্বংস করে দিয়েছে। বন্দুকের জোরে মানুষের ওপর অত্যাচার করে ক্ষমতা চিরস্থায়ী করা যাবে না।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :