সব সমস্যা সমাধান করে সামনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ভবিষ্যতে আরও উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে গুলশান সোসাইটি মসজিদে ঈদের জামাত শেষে এসব কথা বলেন তিনি।
সালমান এফ রহমান বলেন, ঈদ জামাতে গাজাবাসীর জন্য বিশেষ দোয়া করা হয়েছে। সেখানকার যুদ্ধ যেন দ্রুত শেষ হয় সেজন্য প্রার্থনা করা হয়েছে।
একই মসজিদে নামাজ আদায় করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। তিনি বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য বিভিন্ন মসজিদে দোয়া করা হয়েছে। সব ষড়যন্ত্র রুখে দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে, সামনে আরও এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তথ্য প্রতিমন্ত্রী।
গত মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় ১৪৪৫ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে বৃহস্পতিবার চূড়ান্ত হয় ঈদের দিন। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে গতকাল বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবার দেশের কয়েকটি জেলার বিভিন্ন গ্রামে উদযাপন করা হয়েছে ঈদুল ফিতর।
একুশে সংবাদ/জাহা
আপনার মতামত লিখুন :