AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বড় মেয়ে জেসমিনকে নিয়ে পালিয়েছে জাপানি মা এরিকো


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৪:২৯ পিএম, ১৫ এপ্রিল, ২০২৪
বড় মেয়ে জেসমিনকে নিয়ে পালিয়েছে জাপানি মা এরিকো

জাপানি মা নাকানো এরিকো বড় মেয়ে জেসমিন মালিকাকে নিয়ে জাপান চলে গেছেন বলে অভিযোগ করেছেন জাপানি শিশুদের বাংলাদেশি বাবা ইমরান শরীফ। তিনি জানান, বড় মেয়ে জেসমিন মালিকাকে নিয়ে ৯ এপ্রিল বিকেল সাড়ে ৩টায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এরিকো বাংলাদেশ ছাড়েন। পরে সেখান থেকে তিনি জাপানে চলে গেছেন।

ইমরান শরীফ বলেন, আদালতের আদেশ অমান্য করে জেসমিন মালিকাকে নিয়ে নাকানো এরিকো বাংলাদেশ ছেড়ে চলে গেছেন। বড় মেয়ে জেসমিন মালিকা ও ছোট মেয়ে সোনিয়া জাপানি মা নাকানো এরিকোর কাছে আর মেজো মেয়ে লাইলা লিনা বাংলাদেশি বাবা ইমরান শরীফের কাছে থাকার হাইকোর্টের দেয়া রায়ে এপ্রিলে চেম্বার আদালত স্থিতাবস্থা জারি করেন। একইসঙ্গে পরবর্তী শুনানির জন্য ১৫ এপ্রিল দিন ধার্য করেন। কিন্তু ৯ এপ্রিল এরিকো বড় মেয়েকে নিয়ে জাপানে চলে যান।

এর আগে, গত ১৩ ফেব্রুয়ারি জাপানি তিন শিশুকে বাবা-মায়ের মধ্যে ভাগ করে দেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ে বলা হয়, জেসমিন মালিকা ও তার ছোট বোন তাদের জাপানি মা নাকানো এরিকোর কাছে থাকবে। আর মেজ মেয়ে লাইলা লিনা তাদের বাংলাদেশি বাবা ইমরান শরীফের কাছে থাকবে। বড় মেয়েকে নিয়ে নাকানো এরিকো জাপানে যেতে পারবেন বলেও রায়ে বলা হয়।

প্রসঙ্গত, ২০০৮ সালের ১১ জুলাই জাপানি এরিকো ও বাংলাদেশি ইমরান শরীফ জাপানি আইন অনুযায়ী বিয়ে করেন। ১২ বছরের সংসারে তাদের ঘরে আসে তিন কন্যাসন্তান। তবে স্ত্রীকে ডিভোর্সের চিঠি দেয়ার পর সন্তানদের কাস্টডি নিয়ে জাপানের পারিবারিক আদালতে শুরু হয় মামলা।জাপানের পারিবারিক আদালতে স্ত্রীর কাছে সন্তানদের হেফাজত হারায় বাবা ইমরান শরীফ। ২০২১ সালে গোপনে দুই মেয়ে জেসমিন মালিকা ও নাকানো লায়লাকে নিয়ে বাংলাদেশে চলে আসেন ইমরান শরীফ। ছোট মেয়ে জাপানে এরিকোর সঙ্গে থেকে যায়। বিষয়টি জানতে পেরে ২২ সালের ৭ জুলাই ঢাকায় আসেন এরিকো। পরে সন্তানদের ঠিকানা খুঁজে বের করেন। তবে সন্তানদের জন্য বাংলাদেশে আসার পরপরই শিশুদের সঙ্গে দেখা করতে না দেয়া, লোক দিয়ে হয়রানি করা হলে আদালতের দ্বারস্থ হন মা এরিকো।


একুশে সংবাদ/হ.ক.প্র/জাহা

 

Link copied!