AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এখনো জলদস্যুপ্রবণ এলাকায় এমভি আবদুল্লাহ


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৬:০৩ পিএম, ১৬ এপ্রিল, ২০২৪
এখনো জলদস্যুপ্রবণ এলাকায় এমভি আবদুল্লাহ

সোমালিয়ার জলদস্যুদের কাছে জিম্মিদশা থেকে মুক্ত হওয়া এমভি আবদুল্লাহ এখনও ঝুঁকিমুক্ত হয়নি। এখনো জাহাজটি এডেন উপসাগরের জলদস্যুপ্রবণ এলাকা পাড়ি দিচ্ছে। মঙ্গলবার মধ্যরাতে দস্যু ঝুঁকিপ্রবণ এলাকা থেকে নিরাপদে আবর মহাসাগরে পৌঁছাবে এমভি আবদুল্লাহ। ইউরোপীয় ইউনিয়নের দুটি যুদ্ধজাহাজ পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে এমভি আবদুল্লাহকে। জাহাজ মালিকের কাছে নাবিকদের পাঠানো প্রতিদিনের আপডেট থেকে এসব তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) কেএসআরএম গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত জানান, এবার যাত্রা শুরুর আগে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে সেই এমভি আবদুল্লাহর। জাহাজের চারপাশে দেওয়া হয়েছে কাঁটাতারের বেষ্টনী। অন্য কোনো জলদস্যু গ্রুপ যাতে জাহাজটি ফের আক্রমণ করতে না পারে সেজন্য এমন নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে জাহাজটিতে। প্রস্তুত রাখা হয়েছে নিরাপত্তা কুঠুরি ‘সিটাডেল’ও।

তাহলে জলদস্যু আক্রান্ত হওয়ার সময় ব্যবহার করেননি কেন- এমন প্রশ্নের জবাবে কেএসআরএম গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত বলেন, ‘আমাদের জাহাজ তখন হাইরিস্ক এরিয়ার বাইরে ছিল। সোমালিয়ার উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল রিস্কি এলাকা। তখন আমরা ৬০০ নটিক্যাল মাইল দূরে ছিলাম। তাই আর্ম গার্ড নেইনি আমরা।’

চট্টগ্রামের এস আর শিপিংয়ের কার্যালয়ে এমভি আবদুল্লাহর সর্বশেষ অবস্থান তুলে ধরেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী (সিইও) মেহেরুল করিম বলেন, ‘মুক্ত হওয়ার পর আক্রান্ত স্থান থেকে এমভি আবদুল্লাহ কয়েকবার গতি পরিবর্তন করে এখন এডেন মহাসাগরে আছে। ওই এলাকাটা উচ্চ ঝুঁকিপ্রবণ এলাকা। পেছনে দুটি ইউরোপীয় ইউনিয়নের জাহাজ প্রহরায় আছে। ফলে ওই দুটি জাহাজের গতির সাথে সমম্বয় করে এমভি আবদুল্লাহ এগিয়ে যাচ্ছে। আরও ৬৫ থেকে ৭০ নটিক্যাল মাইল চলার পর আরব সাগরের নিরাপদ জোনে যাবে জাহাজটি।’

কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে জাহাজটি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। আশা করছি ২২ এপ্রিল সেখানে নোঙর করবে এটি।’

এর আগে মুক্ত হওয়ার পর বাংলাদেশি জাহাজটি নানা প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে দুবাইয়ের আল হারমিয়া বন্দরের উদ্দেশে রওনা হয় শনিবার রাত ৩টার পর। মঙ্গলবার দুপুর পর্যন্ত এমভি আবদুল্লাহ ৪৬৫ নটিক্যাল মাইলের বেশি পথ পার হয়।

আরও ৬৫–৭০ নটিক্যাল মাইল পথ পাড়ি দিলে আবর সাগরের নিরাপদ জায়গায় পৌঁছাবে এমভি আবদুল্লাহ। এরপর ওমান সাগরে গেলে গতি বাড়ানো হবে জাহাজের। জাহাজের পেছনে ইউরোপীয় ইউনিয়নের দুটি জাহাজ প্রহরায় থাকায় কম গতিতে চলছে এমভি আবদুল্লাহ।


একুশে সংবাদ/ই.স.প্র/জাহা

 

Link copied!