রাজধানীর বনানীতে ভিসা আবেদন ও সেবা কেন্দ্র চালু করেছে চীন। আজ বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘নানা কারণে চীন ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের আগ্রহ বেড়েছে। তাই ভিসা আবেদন ও সেবা কার্যক্রম সহজ করতে এই ভিসা সেন্টার চালু করা হয়েছে।’
আশাবাদ ব্যক্ত করে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘এখন থেকে সহজেই বাংলাদেশের মানুষ চীনে যেতে পারবেন। ভিসা আবেদন, ট্রাভেল ইন্স্যুরেন্স, মেডিকেল চেকআপ সংক্রান্ত সকল তথ্য চীনা ভিসা সেন্টার থেকে জানা যাবে। আগামীতে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।’
জানা গেছে, আগামী ২১ এপ্রিল থেকে পুরোদমে চালু হবে ভিসা প্রসেসিং সংক্রান্ত সকল কার্যক্রম। সপ্তাহে রবি থেকে বৃহস্পতিবার টানা পাঁচদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে।
একুশে সংবাদ/হ.ক.প্র/জাহা
আপনার মতামত লিখুন :