তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, ভারতীয় দর্শকদের আকৃষ্ট করতে বিটিভির দুই ঘণ্টার চাঙ্ক বাড়ানো হবে। সেই সঙ্গে দক্ষিণ এশিয়ার বিভিন্ন অনুষ্ঠান দেখানো হবে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সচিবালয়ে ভারতের হাইকমিশনার প্রনম ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ তথ্য জানান।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এবং ভারতের মধ্যে যেসব বিষয় নিয়ে কো-অপারেশন আছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বিটিভিতে দুই ঘণ্টার একটি চাঙ্ক নিয়ে আমরা আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ, চলমান ঘটনা প্রবাহ ও সংবাদ উপস্থাপনা শুরু করতে যাচ্ছি।
তিনি বলেন, বিভিন্ন মাধ্যমে অপপ্রচার রোধে ভারতের সঙ্গে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় করা হবে। ভালো নাটক বা সিনেমা প্রচারে দু’দেশ এক সঙ্গে কাজ করবে।
এসময় ভারতের হাইকমিশনার প্রনম ভার্মা বলেন, দুই দেশের চলচ্চিত্র ও সংশ্লিষ্ট ইনস্টিটিউটের তথ্য আদান-প্রদান ও প্রশিক্ষণ বিষয়ে কাজ করা হবে।
একুশে সংবাদ/চ্যা.২/সা.আ
আপনার মতামত লিখুন :