আগামী ২৭ এপ্রিলের মধ্যে বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী প্রতিস্থাপন কার্যক্রম শেষ করতে হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি পত্র জারি করা হয়েছে।
রোববার (২১ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা এ সংক্রান্ত একটি পত্র জারি করে।
পত্র অনুযায়ী, হজ মৌসুমে কোনো হজযাত্রী গুরুতর অসুস্থতা, মৃত্যু অথবা অন্য কোনো কারণে হজে যেতে অপারগ হলে সংশ্লিষ্ট এজেন্সি হজযাত্রী প্রতিস্থাপন করতে পারবে। তবে এরূপ প্রতিস্থাপন সর্বোচ্চ ১০ শতাংশের মধ্যে সীমিত রাখতে হবে।
এ ক্ষেত্রে হজযাত্রীকে অবহিত না করে অথবা ইচ্ছার বিরুদ্ধে প্রতিস্থাপনের কোনো অভিযোগ পাওয়া গেলে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারি করা পত্রে উল্লেখ করা হয়েছে।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :