রাজধানী ঢাকার মতিঝিল ও পল্টন থানার পৃথক দুই মামলাসহ ৩ মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার ২৪ এপ্রিল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত এই আদেশ দেন। মামুনুল হকের আইনজীবী আব্দুস সালাম হিমেল এ তথ্য নিশ্চিত করেছেন।
২০১৩ সালের মতিঝিল থানার এক মামলায় ও ২০২১ সালের পল্টন থানার দুই মামলায় জামিন পেয়েছেন মামুনুল হক। তার বিরুদ্ধে ঢাকায় ও ঢাকার বাইরে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় জামিন না পাওয়ায় এখনই তিনি কারামুক্ত হতে পারছেন না। ২০২১ সালের ১৮ এপ্রিল মামুনুল হককে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।
একুশে সংবাদ/বা. ট্রি./ এসএডি
আপনার মতামত লিখুন :