নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপে আগামী ২১ মে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের মনোনয়নপত্র গত মঙ্গলবার (২৩ এপ্রিল) যাচাই-বাছাই করা হয়েছে। বাছাই শেষে নিয়ামতপুর উপজেলায় দুই জন ভাইস চেয়ারম্যানের প্রার্থিতা বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।
উপজেলা রিটার্নিং কার্যালয় সূত্রে জানা গেছে, বাতিল হওয়া দুই জন প্রার্থী আপিল কর্তৃপক্ষের কাছে যথাসময়ে আপিল করেন রোববার ২৮ এপ্রিল এই আপিলের নিষ্পত্তি হয়। তফশিল অনুযায়ী ৩০ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহার ও ২ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
আপিলে দু`জন প্রার্থীতা ফিরে পেলেন। তারা হলেন, নওগাঁ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রায়হান কবির রাজু, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক মেম্বার বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম। আপিলের মধ্য দিয়ে নিয়ামতপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান ৫ জন প্রার্থী নির্বাচনে অংশ নিবেন।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :