ঝিনাইদহ-১ আসনের ঘোষিত উপনির্বাচনের তফসিল স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। নির্বাচন কমিশন এবং অন্য এক পক্ষের আবেদনে শুনানির পর আজ বুধবার (৮ মে) বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালত এ আদেশ দেন।
আদালতে ইসির আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খালেকুজ্জামান। রিটকারী পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।
আইনজীবী মো. খালেকুজ্জামান বলেন, ‘হাইকোর্টের আদেশ স্থগিত করায় ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন হতে আর কোনো বাধা থাকছে না।’
এর আগে সোমবার (৬ মে) এক সম্পূরক নির্বাচনী আবেদনে শুনানির পর বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খালেকুজ্জামান।
ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল হাই ১৬ মার্চ ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় আসনটি শূন্য হয়। পরে ২৩ এপ্রিল নির্বাচন কমিশন ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।
ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ মে, মনোনয়নপত্র বাছাই ৯ মে ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৬ মে। প্রতীক বরাদ্দ ১৭ মে ও ভোট হবে ৫ জুন। রির্টার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন খুলনা অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা।
উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান মো. নায়েব আলী জোয়ারদার। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সদস্য।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :