ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইতাল-থাই কোম্পানির শেয়ার চীনের সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরে নিষেধাজ্ঞার আদেশ তুলে নিয়েছেন হাইকোর্ট। এর ফলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে থাইল্যান্ডের ইতাল-থাই কোম্পানির শেয়ার চীনের সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের কাছে হস্তান্তর করতে আর কোনো বাধা রইল না। তবে দেনা-পাওনা নিয়ে থাই ও চীনা কোম্পানির বিরোধ সিঙ্গাপুরের আরবিট্রেশন আদালত নিষ্পত্তি করবে বলে আদেশে বলেছেন আদালত।
এইসব ঝামেলার কারণে ঋণ সহায়তা বন্ধ করে দেয় দুটি চীনা ব্যাংক। এতে এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ প্রায় বন্ধ হয়ে যায়। যেহেতু আদালত রায় দিয়েছেন, সমস্যার সমাধান হয়ে আবার এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ পুরোদমে শুরু হবে এমনটা আশা প্রকাশ করেছেন চীনের সিনোহাইড্রো করপোরেশনের পক্ষে থাকা আইনজীবীরা।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাস্তবায়ন করছে থাইল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ইতাল-থাই, চীনের শ্যানডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন গ্রুপ এবং সিনোহাইড্রো করপোরেশন লিমিটেড। এই কাজে তিন প্রতিষ্ঠানের শেয়ার যথাক্রমে ৫১, ৩৪ ও ১৫ শতাংশ।
কথা ছিল— চলতি বছরেই শেষ হবে সরকারের অগ্রাধিকারমূলক উন্নয়ন প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই সময় কাজ চলার কথা দ্রুত গতিতে। কিন্তু এর আগেই তিন ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।
সবচেয়ে বড় শেয়ার থাকায় ইতাল-থাই এক্সপ্রেসওয়ের পরিচালনা করছে। ইতাল-থাই ব্যাংক ঋণের কিস্তির টাকা দিতে না পারায় তাদের শেয়ার দাবি করে চীনা প্রতিষ্ঠান। এই নিয়ে সিঙ্গাপুরে আরবিট্রেশন চলা অবস্থায় সরকারের অগ্রাধিকারে থাকা গুরুত্বপূর্ণ এই প্রকল্প নিয়ে প্রতিষ্ঠানগুলোর দ্বন্দ্ব গড়ায় আদালত পর্যন্ত। তখন ইতাল-থাই কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইতাল-থাই কোম্পানির শেয়ার চীনের সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছিলেন।
একুশে সংবাদ/হা.ক.প্র/জাহা
আপনার মতামত লিখুন :