ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শাহপুরে একটি সেতুতে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করার সময় জালালাবাদ গ্যাস সঞ্চালন লাইনে ব্যাপক শব্দে ছিদ্র (লিকেজ) তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুরের এই ঘটনায় তাৎক্ষণিক ওই এলাকার গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এদিকে, গ্যাস সরবরাহ বন্ধের কারণে হবিগঞ্জের অলিপুর থেকে মাধবপুর পর্যন্ত অন্তত ১৫টি শিল্প কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে বিপুল আর্থিক শিকার হচ্ছে শিল্প প্রতিষ্ঠানগুলো।
হবিগঞ্জ জালালাবাদ গ্যাস ফিল্ডের ম্যানেজার জাহিদ হোসেন বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানের নকশা অনুযায়ী সম্প্রতি সঞ্চালন লাইন নিরাপদ দূরত্বে স্থানান্তর করা হয়। তারপরও কাজের সময় দুর্ঘটনা ঘটেছে। ঘণ্টা দুয়েকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।’
একুশে সংবাদ/ই.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :