AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কিরগিজস্তানে বাংলাদেশি ছাত্র খুব জখম হয়েছে এমন কোনো খবর নেই: পররাষ্ট্রমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৩৯ পিএম, ১৯ মে, ২০২৪
কিরগিজস্তানে বাংলাদেশি ছাত্র খুব জখম হয়েছে এমন কোনো খবর নেই: পররাষ্ট্রমন্ত্রী

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বাংলাদেশি ছাত্রদের ওপর হামলা হয়েছে। তবে তারা খুব জখম হয়েছে এমন কোনো খবর নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (১৯ মে) ওভারসিজ করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ওক্যাব) অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী জানান, কিরগিজস্তানের সরকারকে বাংলাদেশের উদ্বেগের কথা জানিয়েছি। এ ছাড়া বাংলাদেশের রাষ্ট্রদূতকে দেশটিতে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলেছি।

এদিকে কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের হোস্টেলে দলবেঁধে হামলা করেছেন স্থানীয়রা। এ ঘটনায় দেশটির রাজধানী বিশকেকে টানটান উত্তেজনা বিরাজ করছে। হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। এ অবস্থায় নিরাপত্তা শঙ্কা জানিয়েছে বাংলাদেশি শিক্ষার্থীরা।

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব কিরগিজস্তানের বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ তানভীর মেহরাব বলেন, এখানকার বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো নেই। গতকাল আমাদের হোস্টেলে স্থানীয়রা আক্রমণ করেছিলো।

তিনি আরও বলেন, মূলত গতকালকে আমাদের হোস্টেলে আক্রমণ করা হয়েছিল। আজকে আক্রমণ করা হচ্ছে আমরা যারা হোস্টেলের বাইরে বিভিন্ন বাসা ভাড়া নিয়ে থাকি তাদের ওপর। বাসায় এসে দরজাতে নক করা হচ্ছে। আমরা খাবার কিনতে নিচে যেতে পারছি না।

তানভীর মেহরাব আরও যোগ করেন, এখন পর্যন্ত আমরা ঝুঁকিপূর্ণভাবেই আছি। আমরা এখানে নিরাপদে নেই। আমরা চাই যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান হউক।


একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা

 

Link copied!