চিকিৎসার জন্য ভারতে গিয়ে ৪ দিন ধরে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। তাকে খুঁজতে ইতোমধ্যে ভারতে গিয়েছেন ভাতিজা সাইমন। আর আনারের বড় মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ও ব্যক্তিগত সহকারী (পিএস) ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
সোমবার (২০ মে) ভারতীয় দূতাবাসে তারা ভিসার জন্য আবেদন করেছেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, গত ১৬ মে সকালের দিকে এমপি আনারের অবস্থান ছিল বিহারের মোজাফ্ফরাবাদ। সেখান থেকে পিএস রউফ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর ফোনে কল করা হয়। তবে ওই ফোন কল প্রকৃত পক্ষে এমপি আনার করেছিলেন কি না তা নিয়ে নতুন করে ধূম্রজালের সৃষ্টি হয়েছে।
এদিকে বাবার খোঁজ পেতে রোববার (১৯ মে) মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে যান।
নাম প্রকাশ না করার শর্তে ডিবির এক কর্মকর্তা তখন বলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার মেয়ে ডিবি কার্যালয়ে এসেছেন। তার বাবার নিখোঁজের বিষয়টি অবহিত করেছেন।
এর আগে মুমতারিন ফেরদৌস ডরিন গণমাধ্যমকে বলেন, ‘দুদিন ধরে বাবার সঙ্গে যোগাযোগ নেই। আমরা দুশ্চিন্তায় আছি। সব উপায়ে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে জানানো হয়েছে। প্রয়োজন হলে আমার পরিবারের লোকজন কলকাতায় যাবে।’
গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতের কলকাতায় যান বলে জানান সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আবদুর রউফ।
একুশে সংবাদ/আ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :