চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়ে খুন হয়েছেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। তাকে হত্যায় ব্যবহৃত একটি গাড়ি জব্দ করেছে দেশটির পুলিশ।
বুধবার (২২ মে) গাড়িটি উদ্ধার করে পশ্চিবঙ্গের নিউটাউন থানা পুলিশ।
বর্তমানে থানার সামনে গাড়ির ভেতর থেকে গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক টিম। গাড়িটির নম্বর ডব্লিউবি১৮এএ৫৪৭৩। গাড়ির মালিক গাড়িটি ভাড়ায় ব্যবহার করতে দিয়েছিলেন। গাড়ির মালিকও নিউটাউন থানায় রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িতে একাধিক ফিঙ্গারপ্রিন্ট মিলেছে, ফটোগ্রাফিসহ সব আলামত সংগ্রহ করা হয়েছে। এগুলো থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে জানিয়েছে সূত্রটি।
এর আগে, এমপি আনারকে হত্যার ঘটনায় মূলহোতাসহ কয়েকজনকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। কলকাতা পুলিশও কয়েকজনকে আটক করেছে। তবে এখন পর্যন্ত তার পুরো মরদেহ উদ্ধার হয়নি।
সঞ্জীবা গার্ডেনসের আশপাশে পুরোটাই বস্তি অঞ্চল। তার মাঝে অবস্থিত অভিজাত আবাসিক ভবনটি। সেখানেই শেষবারের মতো জীবিত অবস্থায় দেখা গিয়েছিল এমপি আনারকে। আজ দিনভর সেখানে তল্লাশি চালায় কলকাতা ও রাজ্য পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ তদন্তকারী দল। তারা সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তারও করে। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে দুজনকে জিজ্ঞাসাবাদ করে সঞ্জীবা গার্ডেনসের খোঁজ পেয়েছিল পুলিশ।
একুশে সংবাদ/হ.ক.প্র/জাহা
আপনার মতামত লিখুন :