শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, অটোরিকশার ডিজাইন পরিবর্তন করে নতুন ডিজাইনে সড়কে নামানো হবে। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অটোরিকশা ও হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের সাথে এক আলোচনা সভায় এ কথা জানান তিনি।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, দুর্ঘটনা রোধ ও সড়কের নিরাপত্তায় গুরুত্ব দিতে হবে। পাশাপাশি হালকা যান চালকদের জীবিকার বিষয়টিও দেখতে হবে। এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে নীতিমালা করতে হবে। সেই সাথে বিদ্যুৎ বিল দেয়ারও নীতিমালা করা হচ্ছে।
এদিকে আলোচনা সভায় মহাসড়কে হালকা যান চলাচলের জন্য আলাদা লেন ও ডিভাইডার তৈরির সিদ্ধান্ত বাস্তবায়ন, পরিবহন শ্রমিকদের নিয়োগ আইন বাধ্যতামূলক করা, লাইসেন্স নিয়ে বিআরটিএ’র দুর্নীতি বন্ধ, পার্কিং সুবিধা, চাঁদাবাজি বন্ধসহ ১০ দফা দাবি জানান অটোরিকশা-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন।
একুশে সংবাদ/য.টি/সা.আ
আপনার মতামত লিখুন :