দুর্ঘটনার তথ্য বা ডেটা সংগ্রহ করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) জাইকা সফটওয়্যার দিচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এস এম মেহেদী হাসান।
মঙ্গলবার (২৮ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং জাইকার যৌথ উদ্যোগে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে গৃহীত উদ্যোগ সম্পর্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
মেহেদী হাসান বলেন, জাইকা ও ডিএমপি একত্রিত হয়ে বিভিন্ন কার্যক্রম চালু করেছে। তবে ট্রাফিক সচেতনতা তৈরিতে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। জনসচেতনতা তৈরি করতে স্কুল পর্যায় থেকে কাজ চলছে।
শিশুরা যেনো ছোটবেলা থেকেই ট্রাফিক আইন মেনে চলে সেই লক্ষ্যে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, ট্রাফিক আইন কিভাবে ছোট বাচ্চাদের শেখানো যায়, সেই বিষয়ে উদ্যোগ নেয়া হয়েছে।
জাইকার সহায়তায় বিভিন্ন স্থানে ছোট ছোট আকারে ট্রাফিক সেন্টার স্থাপন করা হচ্ছে বলেও জানান মেহেদী হাসান। তিনি বলেন, দুর্ঘটনার তথ্য বা ডেটা সংগ্রহ করার জন্য জাইকা আমাদের সফটওয়্যার দিচ্ছে। জাইকার সহায়তায় ডেটা অ্যানালাইসিসের মাধ্যমে কোথায় কোথায় দুর্ঘটনা বেশি ঘটছে সেটি নিশ্চিত হওয়া যাবে।
তিনি বলেন, নাগরিক সেবা প্রদান করতে বিভিন্ন কার্যক্রম নেয়া হয়েছে। আমারা যে উদ্যোগ নিয়ে থাকি, সেটি বাস্তবায়ন আমাদের লক্ষ্য। সিগন্যাল অটোমেশন দ্রত কার্যকর করা হবে। এছাড়া ‘চিলড্রেনস ট্রাফিক পার্ক’ এর জন্য স্থান পরিদর্শন করা হয়েছে, জায়গা পেলে কাজ শুরু করে দেব।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :