AB Bank
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপন করবে আ.লীগ


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৩:৫৩ পিএম, ৩ জুন, ২০২৪
৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপন করবে আ.লীগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মধ্যদিয়ে টানা চতুর্থ মেয়াদে রাষ্ট্র পরিচালনা করছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনের পর এবার জাঁকজমকপূর্ণ-উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দলটি। এ জন্য তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগের এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে বলে জানিয়েছেন দলের হাইকমাণ্ড। 

দলের নেতারা জানিয়েছেন ২৩ জুন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জুবিলি। ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়। প্রতি বছরই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠার এই দিনটি উদযাপন করে আওয়ামী লীগ। প্রতিষ্ঠাবার্ষিকী পালনে শনিবার রাতে এক সংবাদ বিবৃতিতে আওয়ামী লীগের ‘প্লাটিনাম জয়ন্তী’ উপলক্ষ্যে ১০ দফা কর্মসূচি ঘোষণা করেছেন দলের সাধারন সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত ওই বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষের ভালোবাসা ও আকাঙ্ক্ষাকে ধারন করেই আওয়ামী লীগ পথ চলেছে এবং ভবিষ্যতেও চলবে। গত সাড়ে সাত দশক ধরে আওয়ামী লীগের পথচলা ছিল গৌরবোজ্জ্বল। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামের পথ ধরে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। এদেশের মানুষের যা কিছু মহৎ অর্জন তা আওয়ামী লীগের নেতৃত্বেই অর্জিত হয়েছে। 

কালের বিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আজ ডিজিটাল বাংলাদেশের পথ পেরিয়ে স্মার্ট বাংলাদেশের স্বাপ্নিক অভিযাত্রী বাংলাদেশ আওয়ামী লীগ। দীর্ঘ সাফল্য-সংগ্রামের পথ ধরে সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে।
প্লাটিনাম জয়ন্তী উপলক্ষ্যে ১০ দফা কর্মসূচি: ১. ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ আয়োজন। এতে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজ ও পেশাজীবীদের আমন্ত্রণ। ২. দলের সব সাংগঠনিক শাখায় বছরব্যাপী উপযোগী কর্মসূচি গ্রহণ। তৃণমূলের কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণ। ৩. রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ র‌্যালির আয়োজন। একইসঙ্গে সকল দলীয় কার্যালয় ও স্থাপনায় আলোকসজ্জা, আনন্দ র‌্যালি, সভা-সমাবেশ, সেমিনার ও আলোচনা সভা আয়োজন। ৪. সারাদেশে এতিমখানা ও হাসপাতালে এবং কর্মজীবী, গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। ৫. শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন। ৬. ক্রোড়পত্র, বিশেষ স্মরণিকা ও গ্রন্থ প্রকাশ এবং পোস্টার, ব্যানার ও আলোকচিত্র প্রদর্শনী। বিশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে উপযোগী পোস্টার, ব্যানার ও ভিজ্যুয়াল কনটেন্ট প্রচার। ৭. বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন। ৮. ডকুমেন্টারি ও চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন উপযোগী কর্মসূচি গ্রহণ। ৯. দলের সর্বস্তরের প্রবীণ নেতাদের সম্মাননা প্রদান। ১০. প্লাটিনাম জয়ন্তী উপলক্ষ্যে ‘সবুজ ধরিত্রী’ কর্মসূচি গ্রহণ।  বিবৃতিতে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে জেলা/মহানগর, উপজেলা/থানা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ডসহ সকল শাখাসমূহে কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়নের জন্য সাংগঠনিক নির্দেশনা প্রদান করেছেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেওয়া কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগের সুদীর্ঘ ইতিহাস, ঐতিহ্য, আন্দোলন, সংগ্রামে ভূমিকা তুলে ধরা হবে। এ লক্ষ্যে আলোচনা সভা, সেমিনার, চিত্র প্রদর্শনী, বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।  এ সব অনুষষ্ঠানের মধ্য দিয়ে যেমন আওয়ামী লীগের ইতিহাস, ঐতিহ্য উঠে আসবে পাশাপাশি বাংলাদেশের জন্ম ইতিহাস এবং বর্তমানে উন্নয়নশীল দেশে পরিণত হওয়া ও উন্নত সমৃদ্ধ দেশের পথে অগ্রসর হওয়ার ক্ষেত্রে সফলতা, অর্জনগুলোও উঠে আসবে। 

আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশর জন্ম, ঘাত প্রতিঘাত পেরিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়া ও সেইসঙ্গে আওয়ামী লীগের মাধ্যমে আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ও উন্নয়নের পথে রূপান্তর প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে। নেতারা আরও জানান, কেন্দ্রীয় থেকে শুরু করে সারা দেশে জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে এসব কর্মসূচি নেওয়া হবে। বিভিন্ন দেশের রাজনৈতিক দলকেও আওয়ামী লীগের এ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। 

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে যেসব দেশ থেকেছে ওই সব দেশের রাজনেতিক দলকে আমন্ত্রণ জানানোর চিন্তাভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে যেসব দেশ কাজ করছে সেসব দেশের রাজনৈতিক দলকেও আমন্ত্রণ জানানো হবে। এ বিষয়গুলো এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। দলের পরবর্তী সভায় আলোচনার পর বিষয়গুলো চূড়ান্ত করা হবে। এর পর  সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হবে। 

কেন্দ্রীয় কর্মসূচির মূল অনুষ্ঠান হবে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আলোচনা সভায় সভাপতিত্ব করবেন। এ অনুষ্ঠানে দেশি, বিদেশি আমন্ত্রিত অতিথিরা অংশ নেবেন। এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘সবুজ ধরিত্রী’ নামে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে।
ঢাকা-৫ নির্বাচনী এলাকায় স্বরণকালের সেরা আয়োজনের মধ্যে দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার কথা জানিয়েছেন আলহাজ¦ মশিউর রহমান মোল্লা সজল এমপি। তিনি বলেন, আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এবার  ডেমরা-যাত্রাবাড়ি এবং আংশিক কদমতলী থানা এলাকার প্রতিটি ওয়ার্ড-ইউনিট আওয়ামী লীগ-যুবলীগ, ছাত্রলীগ এবং কৃষক লীগসহ সকল সংগঠনের ক্লাবগুলোকে বর্ণিল সাজে সুসজ্জিত করার মধ্য দিয়ে পালিত হবে। একইভাবে কদমতলী থানা আওয়ামী লীগের আওতাধীন সকল সংগঠনের ক্লাব এবং সড়ক-অলিগলিতে বর্ণিল সাজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রাণের সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের লক্ষ্যে রাতদিন কাজ করে যাচ্ছেন ৫৯নং ওয়ার্ড কাউন্সিলর এবং কদমতলী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আকাশ কুমার ভৌমিক।

তিনি জানান, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঝাঁকঝমক করতে কদমতলী থানাধীন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে শীঘ্রই মতবিনিময় সভায় বসা হবে। তবে ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু জানান, চলতি মাসের ২৩ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সাতদিনব্যাপী বর্ণিল আয়োজনের মাধ্যমে দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি চলছে। 

অনুষ্ঠানের মধ্যে রয়েছে-ওয়ারী থানাধীন সড়কের অলিগলির প্রধান প্রধান ৪ টি স্পটে স্থায়ী মঞ্চে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধের উপর নাটক ও প্রামাণ্য চিত্র প্রদর্শণী, টানা ৪ মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের সব অর্জন প্রামাণ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ও মুক্তিযুদ্ধের প্রমাণ্যচিত্র তুলে ধরা। রাজধানীর বাইরেও জেলা-উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে ব্যাপক প্রস্তুতি চলছে। 

রাজধানীর পাশ^বর্তী জেলা নারায়নগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কায়সার হাসনাত জানান, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন রংয়ের পতাকা, দলীয় ও জাতীয় পতাকা প্রদর্শন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রচার সম্বলিত ব্যানার, পেষ্টুন, প্লে-কার্ড প্রদর্শন, সড়কের বিভিন্নস্থানে আলোকসজ্জা, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তোরণ নির্মাণ করা হবে।
এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আমাদের দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এটা আমাদের জন্য একটা বিরাট আন্দের বিষয়। জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগের সুদীর্ঘ ইতিহাস, ঐতিহ্য, আন্দোলন, সংগ্রামের ভূমিকা তুলে ধরা হবে। 

একইসুরে কথা বলেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। তিনি বলেন, আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ইতোমধ্যে দলের সাধারন সম্পাদক ১০টি নির্দেশণা দিয়েছেন। সেই নির্দেশনা মোতাবেক দলের প্লাটিনাম জয়ন্তী উদযাপনে ব্যাপক প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

একুশে সংবাদ/ এসএডি

 

 

 

Link copied!