AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বঙ্গবাজার মার্কেটের নির্মাণ কাজ শুরু, শেষ কবে?


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১০:১১ পিএম, ৪ জুন, ২০২৪
বঙ্গবাজার মার্কেটের নির্মাণ কাজ শুরু, শেষ কবে?

গত ২৫ মে রাজধানীর গুলিস্তানে বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৪ জুন) বিশেষ মোনাজাতের মাধ্যমে মার্কেটটির নির্মাণ কাজ শুরু হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ এ তথ্য জানায়। এতে জানানো হয়, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে ১০তলা বিশিষ্ট বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতান নির্মাণ কাজ শেষের লক্ষ্যমাত্রা রয়েছে।

১০তলা বিশিষ্ট মার্কেটে পাঁচটি সাধারণ সিঁড়ি ও ছয়টি অগ্নিপ্রস্থান সিঁড়িসহ পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা হচ্ছে। বিপণি বিতানের প্রতিটি ব্লকের জন্য আলাদা বাহির ও প্রবেশ দ্বার থাকবে। ভবনে বৈদ্যুতিক যান্ত্রিক কক্ষ এবং প্রতিটি ব্লকের প্রতি তলায় চারটি করে শৌচাগার থাকবে। এছাড়া ভবনের ভূমিতলে ১৬৯টি গাড়ি ও ১০৯টি মোটরসাইকেল পার্কিংয়ের সুবিধা থাকবে।

মার্কেটের নির্মাণ কাজ শুরুর সময় করপোরেশনের মার্কেট নির্মাণ সেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তওহীদ সিরাজ, সহকারী প্রকৌশলী গোলাম কিবরিয়াসহ ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডিএসসিরি প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সার্বিক খোঁজ-খবর নিয়েছেন, তাদেরকে সহযোগিতা করেছেন। এছাড়াও ক্ষতিগ্রস্ত ব্যবাায়ীরা যাতে দ্রুততার সাথে পুনরায় সেখানে ব্যবসা শুরু করতে পারেন সেজন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। তিনি সশরীরে উপস্থিত থেকে বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতান নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সুতরাং আমাদেরও আন্তরিক প্রচেষ্টা ছিল যেন দ্রুততম সময়ে সেখানে নির্মাণ কাজ শুরু করা যায়। তারই প্রতিফলন আজকের এই কার্যক্রম।  

 

একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

Link copied!