AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইউটিউব দেখে হৃদয় বাসায় জাল টাকা বানাতো


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:২৮ পিএম, ৭ জুন, ২০২৪
ইউটিউব দেখে হৃদয় বাসায় জাল টাকা বানাতো

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার বুড়িরহাট এলাকার মোতালেব মাতব্বরের ছেলে হৃদয় মাতব্বর (২২)। থাকে রাজধানীর শ্যামপুর থানাধীন পশ্চিম ধোলাইপাড়ে ভাড়া বাসায়। সেখানে বসে ইউটিউব দেখেই জালনোট বানানো শুরু করে সে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে হৃদয় জাল নোট বেচতো। এবার ঈদুল আজহাকে কেন্দ্র করে বিপুল পরিমাণ জালনোট বাজারে ছড়ানোর প্রস্তুতি নিচ্ছিলো। অবশেষে র‌্যাবের জালে ধরা পড়েছে এই যুবক।

বৃহস্পতিবার (৬ জুন) দিবাগত রাত ১টার দিকে ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব। ঈদুল আজহাকে কেন্দ্র করে এরূপ বেশকিছু জাল নোট প্রস্তুতকারী চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে জানিয়েছে সংস্থাটি।

র‌্যাব-৩ এ স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হৃদয়কে আটকের সময় তার কাছ থেকে জালনোট তৈরিতে ব্যবহৃত একটি সিপিইউ, একটি মনিটর, একটি প্রিন্টার, একটি কী-বোর্ড, একটি মাউস, একটি রাউটার, দুটি মাল্টিপ্লাগ, একটি পেপার কাটার, ৯টি ভুয়া জাতীয় পরিচয়পত্র, তিনটি ভুয়া ভারতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ৬০ হাজার ৭০০ টাকা মূল্যমানের জালটাকা পাওয়া যায়।

হৃদয়ের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সে আগে থেকেই কম্পিউটারে পারদর্শী ছিলো। ধোলাইপাড় এলাকার একটি কম্পিউটারের দোকানে কাজ করতো। ইউটিউব দেখে জালনোট তৈরিতে পারদর্শিতা অর্জন করে হৃদয়। পরবর্তীতে সে কম্পিউটার, প্রিন্টার, পেপার কাটার এবং জালটাকা তৈরির কাঁচামাল সংগ্রহ করে নিজ ঘরে জাল নোট ছাপানোর কাজ শুরু করে।

এছাড়া হৃদয় দেশি ও বিদেশি ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে সেগুলো বিভিন্ন অপরাধী চক্রের কাছে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে বিক্রি করে আসছিলো। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

একুশে সংবাদ/আ.টি/সা.আ

Link copied!