সড়ক দুর্ঘটনায় নিহত যুবক তোফায়েল আকন্দের মরদেহ নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। পরে প্রশাসনের আশ্বাসে ঘণ্টাখানেক পর অবরোধ তুলে নিলে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
ময়মনসিংহের ত্রিশালের সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকায় নিরাপদ সড়ক ও সংস্কারের দাবিতে সোমবার (১০ জুন) ওই মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ করেন তারা।
স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত অতিরিক্ত পিচ ঢালায়ের কারণে গত চার মাস ধরে ওই স্থানে প্রায়ই দুর্ঘটনা হচ্ছে। সর্বশেষ গত ১ জুন রাতে সড়ক দুর্ঘটনায় তোফায়েল আকন্দ গুরুতর আহত হন। পরে ৯ জুন রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। আজ তার মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্বজন ও এলাকাবাসী। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেন। তবে এতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
পরে পুলিশ ও সড়ক বিভাগের কর্মকর্তারা সেখানে পৌঁছে দ্রুত সংস্কারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এতে ঘণ্টাখানেক পর স্বাভাবিক হয় যান চলাচল।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, দ্রুতই মহাসড়কের ওই স্থানে স্পিড ব্রেকার দেয়া হবে।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :