দেশের সার্বিক নির্বাচন ব্যবস্থার আরও উন্নয়ন প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
সোমবার (১০ জুন) উপজেলা নির্বাচনসহ সার্বিক নির্বাচন ব্যবস্থা নিয়ে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
সিইসি বলেন, দেশের সার্বিক নির্বাচন ব্যবস্থার আরও উন্নয়ন প্রয়োজন, তবে তা কীভাবে হবে, এ জন্য গবেষণার প্রয়োজন।
তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র এখনও সুসংহত হয়নি, ভারতের গণতন্ত্র একটা শক্ত অবস্থানে গেছে; যেহেতু বাংলাদেশ অল্প কয়েক বছর ধরে গণতন্ত্রের পথে হাঁটছে, তাই এটাকে নিউ ডেমোক্রেসি বলা যেতে পারে।
হাবিবুল আউয়াল বলেন, ‘গণতন্ত্রকে এগিয়ে নিতে ইভিএম প্রয়োজন, আমরা যেহেতু সকল ক্ষেত্রে প্রযুক্তিকে মেনে নিচ্ছি তাই নির্বাচনেও প্রযুক্তির প্রয়োজন আছে।’
তিনি বলেন, নির্বাচন কমিশনের কাজ নির্বাচন সুষ্ঠু করা। রাজনৈতিক দলগুলোর বিরোধ এখনও কমেনি। সেই সংকট রাজনৈতিক দলগুলোর, রাজনৈতিক বিরোধের সুরাহাটানা কমিশনের কাজ নয়।
এনআইডি জালিয়াতি বা বেআইনিভাবে যারা করছে তাদের আইনের আওতায় আনতে হবে বলেও জানান সিইসি।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :