AB Bank
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কানায় কানায় পূর্ণ রাজধানীর পশুর হাট, নেই ক্রেতা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:২৯ পিএম, ১২ জুন, ২০২৪
কানায় কানায় পূর্ণ রাজধানীর পশুর হাট, নেই ক্রেতা

গরুতে কানায় কানায় পূর্ণ রাজধানীর পশুর হাটগুলো। একদিকে ক্রেতার উপস্থিতি কম, অন্যদিকে গত বছরের তুলনায় লাখ টাকার গরুতে ২০-২৫ হাজার টাকা বাড়তি দাম হাঁকাচ্ছেন খামারিরা। তাদের দাবি বছরের ব্যবধানে বেড়েছে খাবারের দাম আর বাড়তি টাকা গুনতে হচ্ছে পরিবহনের জন্য।

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে তিন দিন আগে ৯টি গরু নিয়ে এসেছেন বেলায়েত হোসেন নামে এক খামারিরা। তবে এখন পর্যন্ত পাননি কাঙ্ক্ষিত ক্রেতা। তিনি জানান, বুকভরা আশা নিয়ে বিক্রির অপেক্ষা করে যাবেন ঈদের আগপর্যন্ত।

ক্রেতাদের অভিযোগ: ৩ মণ ওজনের একটি গরুর দাম হাঁকানো হচ্ছে ১ লাখ ২০ থেকে ১ লাখ ৩০ হাজার টাকা; যা গত বছর ছিল ১ লাখ ৫ হাজার টাকা পর্যন্ত। আর ৫ মণ গরুর দাম চাওয়া হচ্ছে ১ লাখ ৭০ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত। যদিও এ অভিযোগ মানতে রাজি নন ব্যবসায়ীরা।

একজন গরু বিক্রেতা বলেন, গো-খাদ্যের দাম এখন অনেক বাড়তি। পাশাপাশি এখন পশু পালনেও অতিরিক্ত অনেক খরচ বহন করতে হয়। এ ছাড়া ঈদ মৌসুমে অতিরিক্ত পরিবহন খরচ তো রয়েছেই।

জাহাঙ্গীর নামে এক ক্রেতা বলেন, গত বছরের তুলনায় গরুপ্রতি প্রায় ২০ থেকে ৩০ হাজার টাকা বেশি দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। এবার মধ্যবিত্তদের জন্য পছন্দমতো গরু পাওয়া কষ্ট হয়ে যাবে।
অন্যদিকে খাসিরও বাড়তি দাম হাঁকানো হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। ১০ কেজি ওজনের খাসির দাম হাঁকানো হচ্ছে ৮ হাজার টাকা আর ৬০ কেজি ওজনের খাসির দাম চাওয়া হচ্ছে ৪০ হাজার টাকা। এ ছাড়া হাটে শেডের নিচে গরু রাখলেই খামারিদের গুনতে হচ্ছে গরুপ্রতি ১ হাজার টাকা। যদিও তা মানতে রাজি নন ইজারাদাররা।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মানি স্কোয়াড টিমসহ সিভিল পোশাকে কাজ করছে পুলিশ। এ বছর ঢাকায় ২১টি হাট বসেছে তার মধ্যে ৯টি ঢাকার উত্তর সিটি করপোরেশনে এবং অন্য ১২টি দক্ষিণ সিটি করপোরেশনে।


একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

Link copied!