AB Bank
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রথম পরীক্ষায়ই গোল্ডেন প্লাস পেয়েছি, এবারও পাব: রেলমন্ত্রী


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৬:০৫ পিএম, ১৩ জুন, ২০২৪
প্রথম পরীক্ষায়ই গোল্ডেন প্লাস পেয়েছি, এবারও পাব: রেলমন্ত্রী

গেল ঈদুল ফিতরে ট্রেনযাত্রায় সফলতার কথা দাবি করে রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, প্রথম পরীক্ষায়ই গোল্ডেন প্লাস পেয়েছেন। এবারের ঈদুল আজহায়ও একই ফল পেতে চান তিনি।

বৃহস্পতিবার (১৩ জুন) রাজধানীর কমলাপুর রেলস্টেশন ট্রেনের পদযাত্রার পরিস্থিতি তদারকি করতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

মন্ত্রী বলেন, ‘ঈদুল ফিতরের সময়ও সফলতার সঙ্গে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে পেরেছি। নির্বিঘ্নে তাদের ফেরত আসার ব্যবস্থাও করেছি। বিভিন্ন নিরাপত্তা সংস্থা এবং রেলের সংশ্লিষ্ট সবার সহায়তায় আমরা সফল হয়েছি। গতবার আমাকে অনেকে ফোন করে বলেছে, আমি গোল্ডেন প্লাস পেয়েছি।’

এবারও সবাই যেন নিরাপদ ও নির্বিঘ্নে যেন বাড়ি যেতে পারে সেই চেষ্টা করছেন বলেও জানান তিনি।

ট্রেনের সিডিউল বিপর্যয়ে বিষয়ে জিল্লুল হাকিম বলেন, ‘আজ সকাল থেকে প্রায় ৩০টা ট্রেন সময় মতো ছেড়েছে। দু-একটি সিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। তবে এবারের যাত্রা যেন গতবারের চেয়ে ভালো হয় এটাই প্রত্যাশা।’

এদিকে, মন্ত্রী যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তখন বাগে ৪টা ৩৫ মিনিট। ঠিক সেই সময় বোর্ডে দেখা যাচ্ছে, রাজশাহীগামী সিল্ক সিটি দুপুর ২টা ৪০ মিনিটে ছাড়ার কথা থাকলেও স্টেশন ত্যাগ করেনি।

দেওয়ানগঞ্জগামী জামালপুর কম্পিউটার বিকেল ৩টা ৪০ মিনিটে ছাড়ার কথা থাকলেও স্টেশনেই দেখা যায়। এছাড়া সকাল থেকে বেশ কয়েকটি ট্রেনের সিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় প্রশ্ন থাকে ট্রেনে ঈদযাত্রা নিয়ে এবারও কি গোল্ডেন পাবেন মন্ত্রী?

এ বিষয়ে জানতে চাইলে রেলমন্ত্রী বলেন, ‘অনেক লম্বা দূরত্ব এবং রেল ক্রসিংয়ের কারণে অনেক সময় দেরি হয়। আমরা চেষ্টা করছি যেন সবগুলো ট্রেন সময় মতো স্টেশন ছাড়তে পারে। দু-একটা বিপর্যয় হলে গোল্ডেন মিস যাবে না। এবারও আমি গোল্ডেন পাবো।’

আগামী ঈদ থেকে কোন সমস্যা হবে না জানিয়ে জিল্লুল হাকিম আরও বলেন, ‘ঢাকায় আম পৌঁছানোর জন্য রাজশাহী থেকে ম্যাংগো ট্রেন চালু করেছি। আম এবং গবাদি পশু নিয়ে ঢাকায় আসবে।’

 

কমলাপুর রেলস্টেশন

Link copied!