কুরবানির জন্য বিক্রির উদ্দেশ্যে গাবতলী পশুর হাটে দুটি উট তোলা হয়েছে। উট দুটি দেখতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ ও ক্রেতারা। দরদাম করছেন কেউ কেউ। বিক্রেতা দাম হাঁকাচ্ছেন একটি ২৮ লাখ, আরেকটি ২৭ লাখ টাকা।
স্থানীয় ব্যবসায়ী হাফিজুর রহমান নিয়মিত এ হাটে গরু ও মহিষ বিক্রি করেন। এ উট দুটির মালিকও হাফিজুর। তিনি বলেন, ২৮ আর ২৭ লাখ দাম বলছি। একটি ২৫ লাখ, আরেকটি ২৪ লাখ হলে দিয়ে দেব।
হাফিজুর বলেন, দুটি উটই জাহাজে করে পাকিস্তান থেকে আট দিন আগে এসেছে। আমি কিনেছি কুরবানির ঈদে বিক্রি করব বলে। দেখা যাক, শেষমেশ কখন আর কার কাছে বিক্রি করতে পারি।
তিনি বলেন, ১৫ লাখ পর্যন্ত দাম উঠেছে কিন্তু এ দামে দেওয়ার প্রশ্নই উঠে না। এতে আমার কেনা দামও হয় না।
অনেক মানুষ উটের সঙ্গে ছবি তুলছিলেন। হাফিজুর বলেন, অনেক মিডিয়া আসছে। আবার ফেসবুকেও মানুষ উটের ছবি আর ভিডিও দিচ্ছে।
একুশে সংবাদ/যু.র/সা.আ
আপনার মতামত লিখুন :