প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ। জীবিকার তাগিদে ঢাকায় ফিরছেন তারা।
বৃহস্পতিবার সকালে মহাখালী বাস টার্মিনালে দেখা যায়, জীবিকার তাগিদে ঢাকায় ফেরা মানুষের সংখ্যা বাড়ছে। যারা ঢাকায় প্রবেশ করছেন এদের বেশিরভাগই বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। অবশ্য বাড়তি ছুটি নেওয়া অনেকে পরিবার নিয়ে ঢাকায় ফিরে আসছেন। এতে করে ঢাকামুখী যানবাহনে ফিরতি যাত্রীদের চাপ বাড়ছে। পাশাপাশি অনেকে এখনো যাচ্ছেন গ্রামের বাড়ি।
ময়মনসিংহ রুটের ট্রান্সপোর্টের টিকিট বলেন, বুধবার সকাল থেকে লোকজন ঢাকায় আসা শুরু করেছে। আজকেও লোকজন আসছে। যাত্রীর চাপ কিছুটা কম। শুক্রবার থেকে মূল চাপটা শুরু হবে। সকাল সকাল রাস্তা ফ্রি থাকায় বাস খুব সহজে ঢাকায় ঢুকতে পারছে।
বাস টার্মিনালে দেখা যায়, ময়মনসিংহ, হালুয়াঘাট, নেত্রকোনা, জামালপুর, বগুড়া ও নওগাঁ এলাকার এলাকার বাসগুলো সিট ভর্তি করে ঢাকায় যাত্রী নিয়ে আসছে। কিন্তু ঢাকা থেকে এসব এলাকায় ছেড়ে যাওয়া বাসগুলো সেই অর্থে যাত্রী পাচ্ছে না।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :