একটি ভোর অস্পষ্ট উচ্চারণে,
সময়কে আলিঙ্গন করে -
পথিক হারায় দূর বনে।
মায়াবী পাখিরা ডানা ঝাপটায়,
কষ্টের মাদুলি বুকে-
বিরহী কন্ঠে সূরের ছন্দ দোলায়।
অনন্তের ডাক এসে,
কানে কানে বলে যায়-
অন্ধ আবেগ হৃদয় পোড়ায়।
একুশে সংবাদ/ হা.কা/হা.কা
একটি ভোর অস্পষ্ট উচ্চারণে,
সময়কে আলিঙ্গন করে -
পথিক হারায় দূর বনে।
মায়াবী পাখিরা ডানা ঝাপটায়,
কষ্টের মাদুলি বুকে-
বিরহী কন্ঠে সূরের ছন্দ দোলায়।
অনন্তের ডাক এসে,
কানে কানে বলে যায়-
অন্ধ আবেগ হৃদয় পোড়ায়।
একুশে সংবাদ/ হা.কা/হা.কা
আপনার মতামত লিখুন :