AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৩৩ বছর পর আর্মি-পুলিশের রেশনের চাল-গমের দাম বাড়ল


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৯:৫১ পিএম, ২৭ জুন, ২০২৪
৩৩ বছর পর আর্মি-পুলিশের রেশনের চাল-গমের দাম বাড়ল

তিন দশক পর সরকারি ১০টি প্রতিষ্ঠানের চাকরিজীবীদের দেয়া রেশনের চাল ও গমের দাম পুনর্নির্ধারণ করা হচ্ছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ জারি করা এক পরিপত্রে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, রেশনের চাল ও গম বিক্রি করা হবে ১০টি ‘বিশেষ জরুরি হিসেবে প্রাধিকারপ্রাপ্ত প্রতিষ্ঠানের’ জনবলের কাছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতর (এনএসআই), সশস্ত্র বাহিনী বিভাগ (সেনা, নৌ ও বিমান), বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও গ্রাম প্রতিরক্ষা অধিদফতর, দুর্নীতি দমন কমিশন (দুদক), কারা অধিদফতর, বেসরকারি প্রতিরক্ষা, অগ্নিনির্বাপণ অধিদফতর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

প্রতিষ্ঠানগুলোর রেশন পাওয়া চাকরিজীবীদের কাছে চাল ও গমের বিক্রিমূল্য হবে আগামী ২০২৪-২৫ অর্থবছরের চাল ও গমের নির্ধারিত অর্থনৈতিক মূল্যের ২০ শতাংশ। যা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।

অর্থ বিভাগ বলেছে, ‘বিভাগ থেকে প্রতি অর্থবছরের শুরুতে চাল ও গমের অর্থনৈতিক মূল্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জানিয়ে দেয়া হবে।’

সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘ ৩৩ বছর পর রেশনের দাম বাড়াল। এর আগে সবশেষ ১৯৯১ সালে রেশন পণ্যের দাম নির্ধারণ করেছিল সরকার। এতদিন সরকার রেশনের চাল ১ টাকা ৫০ পয়সা ও গম ১ টাকা ২০ পয়সা কেজি দরে বিক্রি করে আসছিল এবং এটা ছিল নির্ধারিত। আগামী ১ জুলাই সোমবার থেকে নতুন দাম হতে পরে চাল ১১ ও গম ১০ টাকা কেজি।

 

একুশে সংবাদ/আ.ট.প্র/জাহা
 

Link copied!