ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠি চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন। ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় নৌ সহযোগিতা বাড়াতে ত্রিপাঠির এই সফর।
ভারতীয় নৌবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সফরকালে বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন দীনেশ কুমার ত্রিপাঠি।
এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান ও লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ত্রিপাঠি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজে অনুষ্ঠানে ভাষণের পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন ভারতীয় নৌবাহিনী প্রধান।
দীনেশ কুমার ত্রিপাঠির এই সফর উভয় দেশের নৌবাহিনীর মধ্যে বন্ধুত্বের সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :