এয়ার ইউরোপার স্পেনের মাদ্রিদ থেকে উরুগুয়েগামী একটি ফ্লাইট মাঝ-আকাশে তীব্র ঝাঁকুনির কবলে পড়ে ব্রাজিলে জরুরি অবতরণে বাধ্য হয়েছে। এই ঘটনায় ফ্লাইটটির অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন।
গতকাল সোমবার স্প্যানিশ উড়োজাহাজ সংস্থাটি এক্স (সাবেক টুইটার) পোস্টে বলা হয়, মাদ্রিদ থেকে উরুগুয়ের মোন্তেভিদেওর উদ্দেশে রওনা দিয়েছিল ফ্লাইট ইউএক্স ০৪৫। যাত্রাপথে ফ্লাইটটি মাঝ-আকাশে তীব্র ঝাঁকুনির কবলে পড়ে। এ কারণে ফ্লাইটটিকে ব্রাজিলের নাটাল বিমানবন্দর অভিমুখে ঘুরিয়ে দেওয়া হয়।
একুশে সংবাদ/প্র.আ/হা.কা
আপনার মতামত লিখুন :