পূর্ব নির্ধারিত সফরসূচি অনুযায়ী ১১ জুলাই সকালে চীন থেকে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তবে তিনি সফর কিছুটা সংক্ষেপ করে আজ বুধবার (১০ জুলাই) রাতেই দেশের উদ্দেশে রওনা দিয়েছেন।
বুধবার (১০ জুলাই) বেইজিং সময় রাত ১০টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৮টা ৫) বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে রওনা হন। রাত ১টায় তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।
১১ তারিখ সকালের পরিবর্তে ১০ জুলাই রাতে প্রধানমন্ত্রীর বেইজিং ত্যাগ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ বেশি অসুস্থ হওয়ার কারণে চীন সফরের সব অনুষ্ঠান অপরিবর্তিত রেখে শুধু ১১ তারিখ সকালের পরিবর্তে ১০ জুলাই রাতে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার সিদ্ধান্ত হয়েছে।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :