প্রশ্নফাঁসের অভিযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসির ৫ কর্মকর্তা-কর্মচারি বিষয়ে তদন্ত করতে দুদককে চিঠি দিয়েছে পিএসসি। বুধবার (১০ জুলাই) সন্ধ্যায় পিএসসি থেকে দুদকের সচিব বরাবর এ চিঠি পাঠানো হয়। পিএসসির প্রশাসন শাখার সিনিয়র সহকারী সচিব জামিলা শবনমের স্বাক্ষর রয়েছে চিঠিতে।
চিঠিতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র অবৈধ উপায়ে সংগ্রহ, পরীক্ষার পূর্বে প্রশ্নপত্র প্রকাশ এবং বিতরণ করে দায়িত্বপ্রাপ্ত কর্মচারী হিসেবে অপরাধ সংঘটনে জড়িত থাকার অভিযোগে কর্ম কমিশনের পাঁচজনসহ অন্যান্যকে আসামি করে পল্টন থানার মামলা হয়েছে। এদের মধ্যে ৫ জন কর্মচারী গ্রেফতার হয়ে বর্তমানে জেলে আছেন।
চিঠিতে আরও বলা হয়, গ্রেফতারকৃতদের নিজ নামে ও তাদের পরিবারের সদস্যের নামে অসাধু উপায়ে অবৈধ সম্পদের অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে এবং হচ্ছে। এভাবে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ স্থাবর-অস্থাবর সম্পত্তির মালিকানা অর্জন দুদকের তফসিলভুক্ত অপরাধ। তাই এসব অভিযোগ তদন্ত করতে দুদককে অনুরোধ করা যাচ্ছে।
একুশে সংবাদ/য.টি/সা.আ
আপনার মতামত লিখুন :