আজকের আলোচিত সংবাদের শিরোনাম
আজ ১১ জুলাই-২০২৪// দেশে-বিদেশে ঘটে যাওয়া সংবাদগুলো একুশে সংবাদ অত্যন্ত গুরুত্ব দিয়ে পাঠকদের জন্য তুলে ধরে। দেখে নিন আজকের উল্লেখযোগ্য সংবাদের শিরোনামগুলো।
১. কোটা ইস্যুতে হাইকোর্টের আংশিক রায় প্রকাশ
২০১৮ সালে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে পরিপত্র অবৈধ ঘোষণার রায়ের মূল অংশ প্রকাশ করেছেন হাইকোর্ট। রায়ে বলা হয়েছে, সরকার চাইলে কোটা পরিবর্তন, পরিবর্ধন করতে পারবে। আর কোটা পূরণ না হলে বা পদ ফাঁকা থাকলে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে পারবে। বৃহস্পতিবার হাইকোর্ট এ আংশিক রায় প্রকাশ করে। রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ (এসকে) সাইফুজ্জামান জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
২. আবেদ আলীকে বাঁচাতে মরিয়া ‘আবেদ ক্যাডাররা’
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশেজুড়ে তোলপাড় শুরু হয়েছে। খোদ প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তাদের দায়-দায়িত্ব পালন নিয়ে উঠেছে নানা প্রশ্ন। এরইমধ্যে সিআইডি ১৭ জনকে গ্রেপ্তার করেছে, তার মধ্যে সৈয়দ আবেদ আলীকে নিয়ে বেশি আলোচনা-সমালোচনা হচ্ছে। গ্রেপ্তার আবেদ আলীর ফাঁস করা প্রশ্নে যারা ক্যাডার ও নন-ক্যাডার হয়েছেন, তাদেরকে অনেকেই ‘আবেদ ক্যাডার’ হিসেবে সম্বোধন করছেন।
৩. কুয়েতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশিসহ নিহত ৭
কুয়েতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি প্রবাসীসহ সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন ভারতীয়। এসময় আহত হয়েছেন আরও তিন ভারতীয়। মঙ্গলবার প্রতিবেদনে জানানো হয়, ভোরে সেভেনথ রিং রোডে এ দুর্ঘটনা ঘটে। ভুক্তভোগীরা একটি মিনি বাসে করে কর্মস্থল থেকে ফিরছিলেন। এ সময় অন্য একটি গাড়ি বাসটিকে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিয়ন্ত্রণ হারিয়ে মিনি বাসটি সেভেনথ রিং রোডের আবদুল্লাহ আল মোবারক এলাকার বিপরীতে থাকা সেতুর ডিভাইডারে ধাক্কা দেয়। নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি প্রবাসী। তারা হলেন- কুমিল্লার আলি হোসেনের ছেলে মো. হাসান ও ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল মোতালিবের ছেলে মো. জামাল মিয়া।
৪. আদালতের নির্দেশনার পর আর আন্দোলনের যৌক্তিকতা নেই : ডিএমপি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ: মহিদ উদ্দিন বলেছেন, কোটা নিয়ে গতকাল বুধবার আদালত একটি নির্দেশনা দিয়েছেন। সে পরিপ্রেক্ষিতে আর কোটা নিয়ে আন্দোলনের কোনও অবকাশ নেই। আমরা অনুরোধ করব, আন্দোলনকারী শিক্ষার্থীরা আর নতুন করে জনদুর্ভোগ সৃষ্টির মতো কর্মসূচি দেবেন না, অন্তত এই চার সপ্তাহ। এরপরেও যদি আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করা হয়, তাহলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত জরুরি এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
৫. কোটা আন্দোলনকারীরা লিমিট ক্রস করে যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
কোটা আন্দোলনকারীরা লিমিট ক্রস করে যাচ্ছে বলে মন্তব্য করেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি আন্দোলনকারীদের অনুরোধ জানান, তারা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ফিরে যাক। বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আন্দোলনকারীরা অযথা সড়কে ভীড় না করে, লেখাপড়া নষ্ট না করে বিশ্ববিদ্যালয়ে ফিরে যাক। আদালত তাদের কথা শুনতে চাচ্ছেন। রাস্তায় তাদের কষ্ট করার কোনো প্রয়োজন আর নেই।
৬. আদালতের সিদ্ধান্তের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধাশীল থাকতে মানবাধিকার কমিশনের আহ্বান
কোটা ইস্যুতে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের চলমান কোটা আন্দোলন জনগণের দৃষ্টি আকর্ষণ করেছে এবং জাতীয় মানবাধিকার কমিশন সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। এ পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন সহিংসতামুক্ত ও শান্তিপূর্ণ হওয়ায় কমিশন সাধুবাদ জানাচ্ছে। একইসঙ্গে কোটা বিষয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকতে শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছে কমিশন।
৭. ‘দুর্গন্ধযুক্ত’ গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা
পৃথিবীর কাছেই ছোট একটি গ্রহের সন্ধান পেয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। তারা বলছেন, বৃহস্পতির মতো এই গ্রহের দেহ থেকে পচা ডিমের মতো দুর্গন্ধ পেয়েছেন তারা। মূলত গ্রহটিতে প্রচুর পরিমান হাইড্রোজেন সালফাইডের অস্তিত্ব খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। হাইড্রোজেন সালফাইডের গন্ধ পচা ডিমের মতো দুর্গন্ধযুক্ত।ওই গ্রহের নাম এইচডি ১৮৯৭৩৩বি। ২০০৫ সালেই খোঁজ মিলেছিল গ্রহটির। এবার জানা গেল নতুন তথ্য।
৮. পুরুষদের আত্মহত্যায় দায়ী নারী : দক্ষিণ কোরীয় রাজনীতিক
সমাজে নারীদের ‘কর্তৃত্বপূর্ণ’ ভূমিকার সাথে পুরুষদের আত্মহত্যার যোগসূত্র টেনে ‘বিপজ্জনক এবং অপ্রমাণিত’ মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন দক্ষিণ কোরিয়ার একজন রাজনীতিক। সউল সিটি কাউন্সিলর কিম কি-ডাক বলেছেন সাম্প্রতিক বছরগুলোতে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বেড়ে যাওয়ায় পুরুষদের জন্য চাকরি এবং বিয়ের জন্য মেয়ে পাওয়া কঠিন হয়ে গেছে। তিনি বলেছেন, দেশটি সাম্প্রতিক সময়ে ‘নারী-প্রধান দেশে পরিবর্তন হওয়া শুরু করেছে’ এবং এটাই তার মতে সম্ভবত ‘পুরুষদের আত্মহত্যার চেষ্টা বেড়ে যাওয়ার আংশিক কারণ’ হতে পারে।
৯. ঢালিউডের হার্টথ্রব নায়িকা পূর্ণিমার জন্মদিন আজ
ঢালিউডের হার্টথ্রব নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। অভিনয় দক্ষতা দেখিয়ে অনেক আগেই জয় করে নিয়েছেন ভক্তদের হৃদয়। ‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’, ‘সুভা’, ‘শাস্তি’, ‘আমার স্বপ্ন আমার সংসার’সহ অসংখ্য ব্যবসা সফল সিনেমায় দেখা গেছে তাকে। মডেলিং, উপস্থাপনা ও টিভি নাটকেও মাঝেমধ্যে পাওয়া যায় তাকে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই নায়িকার জন্মদিন বৃহস্পতিবার ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রামের ফটিছড়িতে জন্মগ্রহণ করেন তিনি।
১০. নান্দাইলে গোয়ালঘরের তালা কেটে কৃষকের ২ গরু চুরি
ময়মনসিংহের নান্দাইলে নুর মোহাম্মদ (৩৫) নামে এক কৃষকের গোয়ালঘরের তালা কেটে ২ টি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।এর মধ্যে ১ টি গাভী ও একটি বাছুর রয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরকামট খালী গ্রামের নুর মোহাম্মদের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :