দেশের রপ্তানিকারকদের রপ্তানিমুকী পন্যে নতুনত্ব আনতে এবেং নতুন নতুন বাজার সৃষ্টি করার প্রতি জোর দেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমানে কুটনীতি শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক।
রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপস্থিত হয়ে বৈদেশিক মুদ্রা আহরণ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রপ্তানি খাতে অবদানের জন্য জাতীয় রপ্তানি স্বর্ন ট্রফি তুলে দেয়ার পর দেয়া প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
রপ্তানিতে নতুন নতুন জায়গায় খুঁজে বের করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রপ্তানি পন্যের বাজার বাড়াতে হবে, বহুমুখী করতে হবে। একটা রপ্তানি পন্যের ওপর নির্ভরশীল থাকা যায় না। কারন একটা পন্যের চাহিদা চিরদিন সমানভাবে থাকে না। সেটা মাথায় রেখে আরা কোন কোন দেশে কি রপ্তানি করতে পারি, সেভাবে আমাদের নিজেদের একটা অনুসন্ধান চালানো, তাদের সাথে যোগাযোগ করা এবং সেই সুযোগটা করা। আমি যখন কোনো দেশে যাই সেখানকার অ্যাম্বাসেডরদের নিয়ে মিটিং করি।
“আমাদের যেটা নির্দেশ সেটা হচ্ছে, এখনকার কুটনীতি শুধু রাজনৈতিক না, এটা হবে ইকোনমিক। বানিজ্যিক। কোন দেশে কোনো মার্কেট আছে, কোন দেশে কি চাহিদা আছে, সেটা খুজে বের করা। তাদের কাছ থেকে আমরা কোন পন্য সস্তায় কিনতে পারি, তাদের কাছে আমরা কোন পন্য রপ্তানি করতে পারি। সেগুলো দেখা। এখন আমাদের ডিপ্লোমেসি হচ্ছে ইকোনমি ডিপ্লোমেসি।”
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :