ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার ঢাকা মেডিকেল কলেজের সামনে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ চলছে।
আজ সন্ধ্যায় ঢামেকের জরুরির বিভাগের সামনে চিকিৎসার জন্য অপেক্ষামান শিক্ষার্থীদের ছাত্রলীগের নেতাকর্মীরা সরিয়ে দিতে গেলে এ সংঘর্ষ বাঁধে।
সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবি আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের নেতাকর্মীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। হামলায় আহত শিক্ষার্থীরা চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আসেন। বিকাল ৫টা পর্যন্ত শতাধিক শিক্ষার্থীর চিকিৎসা গ্রহণের তথ্য পাওয়া গেছে।
সোমবার বিকাল তিনটার দিকে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অনেকে মারধরের শিকার হয়েছেন। আক্রান্ত শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীরাও রয়েছেন।
একুশে সংবাদ/জ.ন.প্র/জাহা
আপনার মতামত লিখুন :